,

নবীগঞ্জে হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :: ২০১৭-১৮ অর্থবছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নবীগঞ্জ পৌরসভাধীন নির্বাচিত উপকারভোগীদের জন্য দিনব্যাপী হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর জায়েদ চৌধুরী, সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাছিমা প্রমূখ। অনুষ্ঠানে পৌরসভাধীন প্রায় ৪ শতাধিক উপকারভোগী মহিলাদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষে প্রত্যেককের মাঝে স্যালাইন, কেক, জুস, বিস্কুট, সাবান সামগ্রী বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর