,

জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে নবীগঞ্জে আলোচনা সভা

সংবাদদাতা :: জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিকলীগের দলীয় স্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দাল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপুর সঞ্চালনায় জেল হত্যা দিবস প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ আউয়াল সহ-সভাপতি জয়নাল আবেদিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর যুবলীগ নেতা পিকলু চৌধুরী, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা শ্রমিকলীগ নেতা মনর মিয়া, রফি চৌধুরী, সেলিম মিয়া, হুমায়ুন চৌধুরী, রুবেল মিয়া, শ্রমিকলীগ নেতা ইলিয়াস আলী, জয়নাল মিয়া, মতব্বির মিয়া, জগদিস রায়, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বুরহান মাসুম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিনুর রহমান অহি, সহ-সভাপতি ফয়েজ আহমেদ ফারভেজ, সহ-সভাপতি দ্বীপন আহমদ মুন্না, উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, নবীগঞ্জ পৌর শ্রমিকলীগের সাংগঠিক সম্পাদক জনি মিয়া, শ্রমিকলীগ নেতা জাকির হোসেন, সাহিদ মিয়া, জব্বার মিয়া, কলেজ ছাত্রলীগ নেতা আঃ আজিজ, মাসুদ আহমেদ, রুমান আহমেদ, সেফু আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ, দবিরুল ইসলাম, রাফি মিয়া, সাগর রায়,রফিকুল মিয়া, ইকবাল আহমদ, শেখ শফিকুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমেদ মিলু বলেন- মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। আজ জেল দিবসে তাদের আত্মার শান্তি কামনা করি এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।


     এই বিভাগের আরো খবর