,

প্রান্তিক চাষীদের মাঝে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কৃষি ঋণ বিতরন করেন ডিসি মাহমুদুল কবীর মুরাদ

প্রেস বিজ্ঞপ্তি :: গতকাল রোজ মঙ্গলবার ’হবিগঞ্জ উন্নয়ন সংস্থা’র নবীগঞ্জ উপজেলার পানিউম্্দা শাখার আওতাধীন দরিদ্র ও প্রান্তিক ২০০০ জন উপকারভোগী সদস্যদের মাঝে স্বল্প সুদে (২%) হারে ১০০০০০০০/=(এক কোটি)টাকা কৃষি ঋণ বিতরন অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারী ও বেসরকারী সংস্থা উন্নয়ন করলে দেশ অবশ্যই উন্নয়ন হবে। সরকারী ও বেসরকারী সংস্থার উন্নয়ন মূলক কাজের ফলে মানুষের জীবন যাত্রামানের উন্নয়ন হয়েছে। দেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য সরকার বিভিন্ন কর্মসূচী যেমন, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রতিবন্ধি ভাতা প্রদান করে যাচ্ছে। দরিদ্র কৃষকদের টাকা যথাযথ প্রকল্পে ব্যবহার করার এবং আয়বর্ধনমূলক কর্মকান্ডে মহিলাদের অংশগ্রহন বাড়িয়ে অর্থনৈতিকভাবে সাবলম্বি হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা একটি অন্যরকম সেবাধর্মী প্রতিষ্ঠান। সমাজের সকল সেবা ও উন্নয়নমূলক কাজে প্রতিষ্ঠানটির অংশগ্রহন প্রশংসার দাবীদার। তিনি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সকল কাজের ভূয়শী প্রংশসা করেন। উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। স্বাগত বক্তব্যে, নির্বাহী পরিচালক হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সকল কার্যক্রমের জন্য এলাকাবাসী ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তৃতায় উপপরিচালক স্থানীয় সরকার মোঃ সফিউল আলম বলেন, কোন মানুষকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় তাই সরকারী এবং বেসরকারী সংস্থা মিলে দেশের উন্নয়ন করতে হবে। তাহলে দেশ তাড়াতাড়ি উন্নত হবে। তিনি আরো বলেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা জেলায় নানা ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। যাহা দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি বলেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা একটি দক্ষ ও স্বচ্ছ প্রতিষ্ঠান। জেলা প্রসাশন ও সুশীল সমাজ সহ সর্বমহলে প্রতিষ্ঠানটির যেমন সুনাম রয়েছে তেমনি রয়েছে সুসম্পর্ক। একটি বিশ^স্থ ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে জেলা প্রশাসন প্রায়ই প্রতিষ্ঠানটিকে সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রমে সহযোগীতা প্রদানের দায়িত্ব প্রদান করে থাকে। ঋণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ-বিন-হাসান বলেন, একটি দেশকে উন্নয়ন করতে হলে শিক্ষার উন্নয়ন করতে হবে, নারীদের ক্ষমতায়ন করতে হবে এবং ঋণের টাকা সঠিক প্রকল্পে ব্যবহার করতে হবে। উল্লেখিত বিষয়ে বেশী বেশী কাজ করার জন্য হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকে পরামর্শ প্রদান করেন। ঋণ বিতরন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ আতাউল গনি ওসমানী, ১৩নং পানিউম্্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, রাগীব রাবিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ এনামুল হক, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর মোহাম্মদ শামীম মহসিন, প্রধান হিসাব রক্ষক দিলোয়ার হোসেন, সিনিয়র এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ হোসাইন আহমেদ, সিনিয়র আইটি অফিসার রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার (অগ্রসর) মোঃ ইদ্রিস আলী, শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ জহিরুল ইসলাম সহ সংস্থার আরো সহকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত ঋণ বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো: আরেফ আলী মন্ডল (আরিফ)।


     এই বিভাগের আরো খবর