,

হবিগঞ্জ শহরে স্কুল শিক্ষকের রক্তমাখা লাশ উদ্ধার ॥ আটক ২

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসেডেয়ান্সি স্কুল এন্ড কলেজ থেকে আবু মুসা স্বপন (২৫) নামে এক শিক্ষক কে খুন করা হয়েছে। সন্দেহজনক হিসেবে ২ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পুলিশ ওই যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মশাজান গ্রামের মৃত তোরাব আলীর পুত্র হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের মাষ্টার্স ১ম বর্ষের ছাত্র আবু মুসা স্বপন ওই স্কুলে শিক্ষকতা করতো। এ সুবাদে সে শহরের আহসানিয়া মিশন রোডের একটি ছাত্রাবাসে থাকত এবং রাতের বেলা স্কুলে কোচিং ক্লাস করাতো। গতকাল শনিবার সকালে স্কুলের ভ্যান চালক আয়াত আলী শিক্ষার্থীদের নিয়ে স্কুলে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন। লাশের গলায় লাল রংয়ের কাপড় পেচানো ছিল এবং লাশের কাছ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। পুলিশ ধারণা করছে পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানায়, হয়তবা প্রেম সংক্রান্ত কোন কারণ থাকতে পারে। ঘটনার সাথে জড়িত সন্দেহে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নুর মিয়ার পুত্র সরকারি বৃন্দাবন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র সাইদুর রহমান (২৩) ও একই উপজেলার দক্ষিন সাঙ্গর গ্রামের বদিউল আলমের পুত্র ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র আজহারুল ইসলাম মুমিন (২২) কে আটক করা হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তার মৃত্যুর খবর শুনে হাসপাতাল ও ঘটনাস্থলে শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক ভিড় জমান। তারা স্বপনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, রাতে কোনো একসময় স্বপনকে হত্যা করা হয়েছে। মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অচিরেই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হবে। তবে কোনো নিরপরাধ লোক কে ফাঁসানো হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।


     এই বিভাগের আরো খবর