,

মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেলেন হবিগঞ্জের দুই মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জে দুইজনসহ মুজিবনগর সরকারের আরও ১৩ কর্মচারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। এ নিয়ে একাত্তরের মুজিবনগর সরকারের কর্মচারীদের মধ্যে ৫৪৯ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। মাধবপুরের তুলসীপুরের মোঃ শামসুল হক এবং হবিগঞ্জ সদরের হাসাপাতাল রোডের স্বদেশ রঞ্জন বিশ্বাস এবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। চট্রগ্রামের সীতাকুন্ডের মছজিদ্দা গ্রামের সঞ্জীব চন্দ্র রায়, রংপুর কোতোয়ালি নতুন পাড়ার পরিমল চন্দ্র বর্মন, লালমনিরহাট পাটগ্রাম নবীনগরের মোঃ মজিবর রহমান এবং কুড়িগ্রাম সদরের সবুজ পাড়ার মধুসূদন সরকারকে মুক্তযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। রংপুর চেকপোস্টের আরকে রোডের আবুল ফজল বসুনীয়া, রংপুর কামিল মডেল মাদ্রাসার পশ্চিম গেটের আবুল কালাম বসুনীয়া এবং রংপুরের পুলিশ ক্লাব হাউজিং মুলাটোলের  কামরুল হক সরকার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন পাড়ার হাবিবুর রহমান, কুষ্টিয়া সদরের মাধবপুরের মীর আব্দুর রাজ্জাক, ঢাকার দোহারের রফিকা জালাল এবং রাজধানীর বারিধারার যাহিদ হোসেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।


     এই বিভাগের আরো খবর