,

নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতে ২০ লক্ষাধিক টাকা মূল্যের বালু ও ফাইপ জব্ধ

মুজাহিদ চৌধুরী ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার কুশিয়ারা নদী থেকে উত্তোলনকৃত বালু পারকুল গ্রাম সংলগ্ন বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের পাশে নবীগঞ্জ উপজেলার তাঁজাবাদ মৌজা এলাকা থেকে প্রায় ১৪/১৫ লক্ষ ঘনফুট স্তুপকৃত বালু ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৭৪ টি ফাইপ (আনুমানিক ২০ লক্ষাধিক টাকার) মালামাল জব্ধ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ কিছু প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ১৪/১৫লক্ষ ঘনফুট বালু ও সঠিক কাগজপত্র না দেখাতে পারায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৭৪টি ফাইপ আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ২০লক্ষাধিক টাকা। এসময় কাগজপত্র দেখানোর জন্য একদিন সময় বেধে দেওয়া হয়েছে এবং যদি সঠিক কাগজ পত্র দেখাতে না পারলে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হবে। অভিযানের নেতৃত্বে ছিলেন হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন হবিগঞ্জ সদর থানার এস.আই মোঃ নুর মিয়া, নবীগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আমিনুল হক, ইনাতগঞ্জ ইউনিয়নের তহশীলদার মোঃ মহসিন আহমদ।


     এই বিভাগের আরো খবর