,

১ মাস ধরে নিখোঁজ ইউরোপে অনুপ্রবেশকারী নবীগঞ্জের হাবিব

মতিউর রহমান মুন্না :: দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে তুরস্ক থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে প্রায় ১ মাস ধরে নিখোঁজ রয়েছেন নবীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান নামের আরো এক যুবক। পরিবারের লোকজন তার কোনো হদিস না পাওয়ায় হতাশায় ভুগছেন। সুত্রে জানা যায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের আব্দুল মতিনের ২০ বছর বয়সী পুত্র হাবিবুর রহমান হাবিব পড়াশোনা করছিলেন নবীগঞ্জ জে.কে মডেল হাই স্কুলে। চলতি বছরে এসএসসি পরীক্ষায় উর্ত্তীন্ন হয়ে পরিবারের স্বচ্ছলতা দূর করতে ও সোনালী দিনের স্বপ্নে প্রায় ৩ মাস পূর্বে পাড়ি জমান ইরানে। হাবিবের বড় বোন বর্তমানে ঢাকার বাসিন্দা রোজিনা বেগমের পরিচিত এক দালালের মাধ্যমে ৫ লক্ষ টাকার চুক্তিভিত্তিতে মধ্যপাচ্যের রাষ্ট্র ওমান হয়ে ইরান পৌছায় সে। ইরানে প্রায় ২ মাস থাকাকালীন সময়ে সেখানে পরিচয় হয় স্থানীয় এক দালালের সাথে। ওই দালালের মাধ্যমে সে তুরস্ক পৌছায়। এর ১ সপ্তাহ পরই তুরস্ক থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার জন্য রওয়ানা দেয়। একই গ্রামের ২ জনসহ প্রায় ৪জন রওয়ানা দেন। এর পর থেকেই পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে হাবিবের কোন যোগাযোগ নেই। ২ জন গ্রিসে পৌছালেও একই হাবিবুর ও আব্দুল আহাদ রয়েছেন নিখোঁজ। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান না পেয়ে চরম আতংকের মধ্যে রয়েছেন তার আত্মীয় স্বজনরা। সে জেলে নাকি কোন দূর্ঘটনার শিকার হয়েছে এনিয়ে উৎকন্ঠায় রয়েছেন তারা।


     এই বিভাগের আরো খবর