,

হবিগঞ্জে শিক্ষার আমূল পরিবর্তন আনা হবে…আবু জাহির এমপি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে আগামীতে আরো তিনটি বিষয়ে সম্মান শ্রেণি, অডিটরিয়াম, হোস্টেল এবং নতুন ভবন নির্মাণ করা হবে। গতকাল সকাল ১১টায় কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির মুহুর্মুহু করতালির মধ্যে আরো বলেন, স্বাধীনতাত্তোর হবিগঞ্জ জেলায় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে আমি দিনরাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হবিগঞ্জ সদর এবং লাখাইয়ে কয়েকটি নতুন কলেজ স্থাপনসহ বেশ কয়েকটি স্কুলকে কলেজ শাখায় উন্নীত করেছি। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে হবিগঞ্জ জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আইটি শাখা গড়ে তুলছে। অচিরেই হবিগঞ্জবাসী এর পুরো সুফল ভোগ করতে পারবেন। তিনি আরো বলেন, ইতোমধ্যে হবিগঞ্জ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এবং অচিরেই শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হবে। তিনি বর্তমান রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র-জনতাকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এডভোকেট আবু জাহির বলেন, মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত জেলার জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। সংসদ সদস্য প্রয়াত অধ্যক্ষ বাবু রনজিত কুমার দাশকে অনার্স কোর্স খোলার জন্য বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান করেন। প্রধান অতিথি কলেজে অনার্স কোর্স খোলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সহকারী অধ্যাপক মোঃ ফখরুদ্দিন, প্রভাষক মোঃ ফরিদ আহমদ এবং প্রভাষক আজহার উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রশীদ তালুকদার ইকবাল, এডভোকেট হুমায়ুন কবির সৈকত, ছালেক মিয়া, ফজল উদ্দিন তালুকদার এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজের অনার্স খোলার নেপথ্যে কারিগর মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরকে প্রচন্ড করতালির মধ্য দিয়ে ক্রেস্ট প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম। আলোচনা সভার পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর