,

জগন্নাথপুরে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পৌরশহরের পুরাতন বাজার নদীরপাড়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাÐের ঘটনায় তিনটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। আশে পাশের আর কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের পুরাতন বাজারের নদীরপাড়ে রাত প্রায় তিনটার দিকে আগুনের শিখা দেখতে পায় স্থানীয়রা। বাজারবাসী মিলে দোকানে আগুন নেভানোর চেষ্ঠা করেন। আগুন লাগার সাথে সাথে স্থানীয় মসজিদের মাইকে আগুন নিভানোর জন্য ঘোষনা করা হয়। মাইকিং পর বাজারবাসী সহ সকলে মিলে আগুন নিভানো চেষ্টা করেন। খবর পেয়ে ফারায় সার্ভিস এর একটি দল আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের লোকজন, পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এর মধ্যে নজির মিয়ার জুতার দোকান, রতিশ দাসের ডিমের দোকান ও আলীনুর মিয়ার পোল্ট্রি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সাথে আর কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা নব কুমারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিষন্ত্রণে আনতে সম হলেও এর মধ্যে তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সংকট থাকায় আগুন নিভানো কাজে কিছুটা সমস্যা হয়েছে।


     এই বিভাগের আরো খবর