,

নবীগঞ্জে বাস খাদে পড়ে শেভরন কর্মকতা নিহত । আহত ২০

১০ মিনিটেই পাল্টে গেল সবকিছু!

শাহ সুলতান আহমেদ :: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে সাফি কামাল চৌধুরী (৪০) নামে এক লোক নিহত হয়েছেন। এতে আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাফি কামাল চৌধুরী বাহুবল উপজেলার ডা. মুজিবুর রহমান চৌধুরীর ছেলে এবং শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার ছিলেন বলে সুত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাচ্ছিল। উল্লেখিত স্থানে আসা মাত্রই মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ওই বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাফি কামাল চৌধুরী মৃত্যু হয় এবং  অন্তত ২০ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এসময় প্রায় দেড়ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ীর নীচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সকাল ৯টায় অফিসে ডিউটির নির্ধারিত সময় ছিল নিহত সাফি কামাল চৌধুরীর। তিনি প্রতিদিনের মতো সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে বাসে উঠেন। বাসে বসেই অপর সহকর্মীকে বলছিলেন- ‘অপেক্ষা করেন, ১০ মিনিটের মধ্যে গাড়ি থেকে নামছি। কিছু সময়ের মধ্যে অফিসে আসবো।’ মৃত্যুর ১৫ মিনিট আগে সহকর্মীকে আশ্বস্ত করছিলেন সঠিক সময়ে কাজে যোগ দিবেন। কিন্তু এই ১০ মিনিটের মধ্যে পাল্টে যায় সবকিছু! অফিসে পৌঁছা হয়নি। নিথর দেহ উদ্ধার করা হয় দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে।


     এই বিভাগের আরো খবর