,

নবীগঞ্জে সম্পত্তি আত্মসাত করতে ভাড়াটিয়া নিয়ে বড় ভাইকে অপহরণ করলো আপন ভাই বোন

২৪ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার । গ্রেফতার ২

মতিউর রহমান মুন্না :: নবীগঞ্জ উপজেলার পল্লীতে সম্পত্তির লোভে ভাড়াটিয়া লোকজন নিয়ে গত শুক্রবার সন্ধায় আব্দুল আলী নামের এক লোককে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে তার আপন ভাই বোন। এ ঘটনায় অভিযোগ পেয়ে ২৪ ঘন্টার মধ্যে গতকাল শনিবার দুপুরে তার ছোট ভাই ও এক ভাড়াটিয়া অপহরণকারীকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামে। গ্রেফতারকৃতকৃতরা হলো- ভিকটিমের ছোট আব্দুল করিম ও ভাড়াটিয়া অপহরকারী মৌলভীবাজার সদরের আছই তালুকদারের ছেলে রাজু তালুকদার ওরপে সজল। সুত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের মৃত আব্দুল গণি মিয়া মৃত্যুর পূর্বে ৪ পুত্র ও ৪ কন্যার মধ্যে সম্পত্তি ভাগ ভাটোয়াড়া করে দিয়ে যান। মৃত্যুর ১ বছর পর ওই সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে সহজ সরল বড় ভাই আব্দুল আলী (৫০) এর সম্পত্তি আত্মসাত করার জন্য নানা পরিকল্পনা করতে থাকে তার ভাই বোনরা। এমনকি তারা গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকা থেকে একদল ভাড়াটিয়া পেশাদার কিলারকে নিয়ে জোরপূর্বক অস্ত্রের মুখে ফিল্ম স্টাইলে আব্দুল আলীকে হাত পা ও মুখ বেধে একটি মাইক্রো গাড়ীতে তুলে অপহরণ করে নিয়ে যায়। সারা রাত শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগান, ভৈরবসহ বিভিন্নস্থানে গাড়ী নিয়ে ঘুরতে থাকেন। এক পর্যায়ে ভোর রাতে বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামের অপহরকারীদের পূর্ব পরিচিত সোহেনা বেগম নামের জনৈকা এক মহিলার বাড়িতে নিয়ে জিম্মি একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। এ ঘটনায় অপহৃতের ছেলে আয়াত আলী ওইদিন রাতেই তার চাচা আব্দুল করিম, দুলা মিয়া ও আব্দূল্লার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের সার্বিক তত্ত¡াবধানে থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। এমনকি মোবাইল ট্র্যাকিং করে তাদের অবস্থান বের করে পুলিশ। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশের সহযোগীতায় সাদকপুর গ্রামের উল্লেখিত মহিলার বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় ওই ঘরেই থাকা অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিমের ছোট ভাই আব্দুল করিম ও ভাড়াটিয়া  অপহরণকারী মৌলভীবাজার পৌরসভার দড়গা মহল্লার আছই তালুকদারের পুত্র রাজু তালুকদার ওরপে সজলকে গ্রেফতার করে পুলিশ। ওইসময় অপর অপহরণকারীরা পালিয়ে যায়। এদিকে গ্রেফতারকৃত রাজুর কথাবার্তায় সন্দেহ হলে তার সঠিক নাম টিকানা যাচাই করার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর