,

নবীগঞ্জে বাংলাবাজার-রাইয়াপুর পাকা সড়ক কেটে ফেলায় দুর্ঘটনার আশংকা

সংবাদদাতা :: নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার-রাইয়াপুর পাকা সড়ক কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ওই ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত রসিদ মিয়ার ধান ক্ষেতের বর্গাচাষী তারই সহোদরের পুত্র আকলিছ মিয়া, ছায়েদ মিয়া, আলপাছ মিয়া গংরা জনচলাচলের একমাত্র সড়কের বিরাট একটি অংশ কেটে ফেলেছে। এ নিয়ে যে কোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। ওই সড়ক দিয়ে কয়েকটি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক লোকজন ছাড়াও চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে মর্মে খবর পাওয়াগেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়,উপজলার কুর্শি ইউনিয়নের এনতাবাদ গ্রামের মৃত আশরাফুর রহমান প্রকাশ আশক মিয়ার বাড়ীর নিকটবর্তী স্থানে এলজিডিভুক্ত ওই পাকা সড়ক কেটে ট্রাক্টর দিয়ে ধান নেয়া হয়। এতে মূল সড়কটির ক্ষতি সাধন ছাড়াও একটি বৈদ্যুতিক খুঁটি মারাত্বক ঝুকিতে রয়েছে। পাকা সড়কের হেজিং কেটে মারাত্মকভাবে সড়কটি ক্ষতিগ্রস্থ করা হয়। এ নিয়ে কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চালন হয়েছে। এ নিয়ে ক্ষতিগ্রস্থ সড়কের পার্শ্বের বাড়ীর মৃত আশরাফুর রহমান প্রকাশ আশক উল্যার পুত্র হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত ছায়াদ মিয়া, আকলিছ মিয়া এবং আলপাছ মিয়া কোদাল দিয়ে রাস্তাটি কেটেফেলে। জমি থেকে ট্রাক্টর দিয়ে ধান নেয়ার জন্য এ কাজটি করে। তাদের বাঁধা দেয়া হলেও কর্ণপাত করেনি। ট্রাক্টর চালক ওই গ্রামের হানিফ মিয়ার পুত্র আতিকুর রহমান বলেন, আমি সড়ক কেটে যেতে চাইনি। ছায়াদ মিয়া এবং আকলিছ মিয়া রাস্তা কেটে গাড়ী নামার পথ তৈরী করে দেয়। এনিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লক্ষাধিক লোকজনের একমাত্র সড়কটি কেটে দুর্ভোগ তৈরী করায় অভিযুক্তদের বিরোদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।


     এই বিভাগের আরো খবর