,

হবিগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি-গণফোরাম ও স্বতন্ত্র ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাচাই কার্যক্রম সম্পন্ন করেছে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তারা। হবিগঞ্জের ৪টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাচাই-বাচাই শেষে মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে প্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (আওয়ামীলীগ দলীয় বর্তমান সংরক্ষিত এমপি)-এর হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আবু হানিফা আহমদ হোসেন-এর হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। সমর্থকের স্বাক্ষর রেনডন স্যাম্পলিং এর মাধ্যমে সরেজমিন যাচাইকালে একজনের স্বাক্ষর সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান-এর মনোনয়নপত্র বাতিল করা হয়। ইসলামীক ফ্রন্টের মুফতি বদরুর রেজা সেলিম-এর হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাফেজ জুবায়ের আহমদ-এর হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন-এর হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এন.পি.পি) মো. আব্দুল কাদির-এর দলীয় প্রার্থীতার চিঠি না থাকার কারনে মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মাওলানা আতাউর রহমান-এর হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামীক ফ্রন্টের মুফতি এম.এ মমিন-এর হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মো. আনছারুল হক-এর হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা সোলায়মান খান রব্বানী-এর হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর