,

Hisilicon Balong

নবীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাচা মিয়া আর নেই । দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোফায়েল আহমদ এর পিতা মোঃ আব্দুল ওয়াদুদ কাচা মিয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার  দুপুর ১.৫ মিনিটের সময় সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা সন্তান, ৫ ভাই, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ সকাল ১০টায় নবীগঞ্জ শহরের টেকাদিঘি মাঠে ও দ্বিতীয় জানাযার নামাজ মরহুমের গ্রামের বাড়ি বাউসা ইউনিয়নের মাইজগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, হবিগঞ্জ জেলা শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুকিত চৌধুরী, হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক জুয়েল মিয়া, সহ সভাপতি জিতু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ মিয়া, সম্পাদক সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর মিয়া, নবীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াওর মিয়া,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ লোকমান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী, জাকির হোসেন, শাহ্ তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হেলাল আহমদ ও এস এম সেলিম, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সাংবাদিক এম  মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার’সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর