,

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রেজা কিবরিয়া ও আব্দুল হান্নান

স্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে এর প্রতিষ্টাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আপিল শুনানিতে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। রেজা কিবরিয়া গণফোরামের হয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন এবং স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আব্দুল হান্নান প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, গত রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটির সভায় হবিগঞ্জ-১ আসনের ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র
বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে তার সাড়ে ৫ হাজার টাকা বকেয়া থাকায় রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। এবং  হলফনামায় স্বাক্ষর না থাকায় আব্দুল হান্নানের মনোনয়ন বাতিল করা হয়। তারা উভয়ই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। এদিকে, ইংল্যান্ড প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান শিক্ষা সহ নবীগঞ্জ ও বাহুবল উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।


     এই বিভাগের আরো খবর