,

ডঃ রেজা কিবরিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি

বাংলাদেশের মাটিতে কপাল পুড়া জাতি হিসেবে আমরা বড়ই হতভাগ্য। জাতির পিতা বঙ্গবন্ধুর নাম নিয়ে যে জাতি  শুধুমাত্র একটি গ্রেনেড নিয়ে পাকবাহিনীর সাথে অসম যুদ্ধ করে শহীদ হয়ে যায় সেই জাতির সন্তানেরাই হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কি দুর্ভাগ্য আমাদের জাতির। আমাদের হবিগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান শাহ এএমএস কিবরিয়া সাহেবকে হবিগঞ্জের মাটিতে প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কি দুর্ভাগ্য আমাদের দেশবাসীর। এই নির্মম হত্যাকান্ডের আজও কোন বিচার করা যায়নি, এমনকি গ্রহণযোগ্য কোন চার্জশীট কোর্টে জমা দেওয়া যায়নি। যা করা হয়েছে তা বিভ্রান্তমূলক ছাড়া কিছুই নয়। বঙ্গবন্ধু হত্যার পূর্বে ৪টা আগষ্ট ১৯৭৫ এ বিলাতে আসি। আমার পিতা মাতা বহুকাল হতেই বিলেতে মেহনতি জনতার মতো কঠোর পরিশ্রম করে আমাদের হোস্টেলে রেখে প্রচুর টাকা খরচ করে লেখা-পড়া করাতেন। উত্তর ইংল্যান্ডের একটি প্রাচীন ছোট শহর রচডেলে বসবাস করতেন। আমাদের ইংল্যান্ড আসার কথা ১৯৭২ সালে কিন্তু ব্রিটিশ হাইকমিশন অন্যায় ও অনর্তকভাবে আমাদের ভিসা দিতে রাজি হয়নি। ১৯৭৩ সালে লিখিতভাবে ব্রিটিশ হাইকমিশন না করে দেয়। কারন উল্লেখ করে আমার মা ছিলেন একটু খাটো তাই ছোট কম বয়স ভেবে বোকা সাদা ব্যাটারা মনে করেছিল আমরা পরিচয় গোপন করে ইংল্যান্ডে চলে যাচিছ, তাই রিজেক্ট করে দেয়। তখন আমার বয়স কম ছিল বিধায় অনেক কিছুই বুঝতাম না। যাই হোক, আমি যখন কলেজে পড়ি তখন আমাদের দুর সম্পর্কীয় আত্মীয় প্রয়াত ময়মুন ভাই আউসাপাড়া হবিগঞ্জ সদর তিনির খালাতো ভাই ছিলেন শাহ এএসএম কিবরিয়া সাহেব। কিবরিয়া সাহেব ছিলেন তখনকার সময় বাংলাদেশ সরকারের প্রথম পররাষ্ট্র সচিব। উনার কাছে আমাদেরকে নিয়ে গেলেন। আমি জনাব কিবরিয়া সাহেবকে এই প্রথম দেখলাম, আমাদেরকে বসতে বললেন এবং বলেন আমি সব শুনেছি, আমার কথা মন দিয়ে শুন লন্ডনে গিয়ে কি করবা, টাকা রুজি না শিক্ষা দীক্ষা? আমি বললাম শিক্ষাটা জরুরী তারপর টাকা উপার্জন করা যাবে। তিনি বললেন ঠিক আছে। তিনির পাশে থাকা টেলিফোন থেকে ফোনে একজন পরিচালককে আসতে বললেন। আসার সাথে সাথেই কিবরিয়া সাহেব বললেন, ব্রিটিশ হাইকমিশনে একটি ম্যাসেজ পাঠাও। তিনি তখন ইংরেজীতে বললেন, This is a special request from Dhaka foreign ministry to intervene about the immigration matter relating to Dewan’s family and hereby confirm that the relationship between Dewan children is genuine and I do hereby request your high commission to consider their application and let us know your action as soon as possible. এর পর ব্রিটিশ হাইকমিশনের  First secretary বলল যে আগামীকাল এর উত্তর দিবেন। তখন কিবরিয়া সাহেব বললেন, আপনারা কাল এসময় আসেন। পরদিন গেলাম, কিবরিয়া সাহেব বললেন, ওরা ব্রিটিশরা জানিয়েছে কিবরিয়া সাহেবের হস্তক্ষেপে তাহারা Rejected notice withdrawn করেছে এবং লন্ডন হোম অফিসকে লিখেছে পরবর্তী পদক্ষেপ এর জন্য তাহাদের উপদেশ দিতে। ব্রিটিশ সরকার আমার পিতাকে ব্রিটিশ হোম অফিসে ডেকে নিয়ে নানা কথা বার্তার পর বলল, আপনাদেরকে ঢাকায় ভিসা দেওয়া হবে। ভিসা পেলাম এবং লন্ডনে আসলাম। ইংল্যান্ডের রচডেলে আমাদের বাসায় বাঙ্গালী সমাজের মুরুব্বী গোছের লোকেরা উপস্থিত হয়েছেন আমাদেরকে দেখার জন্য। গাজী পরিবারের একজন সদস্য নাম মনোহর গাজী আমাকে বললেন, দেশের খবর কি? দেশ কোন পথে চলছে? আমি বললাম, দেশ ভাল নেই, যেভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহীনি যে কোন ধরনের এ্যাকশনে যেতে পারে। এক সপ্তাহ পর কাকতালীয়ভাবে ঘটনা ঘটে গেল। সপ্তাহ পর বাঙগালী মুরুব্বীরা আমাদের বাসায় আসলে আমার বাবা সবাইকে বললেন, টিভিতে, খবরের কাগজে খবর পেলাম শেখ সাহেবকে তাহার স্বপরিবারে সেনা সদস্যরা মেরে ফেলেছে। আমার পিতা বললেন, আমার ছেলেতো এক সপ্তাহ পূর্বে বলেছিল এরকম ঘটনা ঘটতে পারে। সুপ্রিয় পাঠক, জীবনের মায়া না করে ইতিপূর্বে অনেক ঝুকিপূর্ণ ঘটনা লিখেছি, আজও পরোয়া না করে বলতে চাই যাহারা জনাব এএসএম কিবরিয়া সাহেবকে ষড়যন্ত্র করে হত্যা করেছেন এরা আমাদের হবিগঞ্জের মাটিতেই লুকিয়ে আছে। এদেরকে ধরে এনে বিচার করা অসাধ্য নয়। শুধু বুদ্ধি করে কাজ করলেই এর বিচার করা সম্ভব। এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে হবিগঞ্জের এমন দু’জন রাজনৈতিক নেতা এদের একজন আদ্যতমার “গ” অন্যেজনের নাম “ক” এর বেশী বলা আমার পক্ষে নিরাপদ নয়। এদেরকে কঠোরভাবে জিজ্ঞেসাবাদ করলে সব কথা বেড়িয়ে আসবে। যে লোক দুটি সার্বক্ষণিক দায়ীত্বে ছিল কাকতালীয়ভাবে তাদের নাম আমি হতভাগ্য এর নামের সাথে মিল রয়েছে। আমি কিবরিয়া সাহেবের পরিবারবর্গ গণকে বলব আপনারা ঢালাওভাবে সন্দেহ করলে সঠিক বিচার করা সম্ভব নয়। শুধুমাত্র হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করুন। সঠিকভাবে যাহাতে বিচার হয় সেজন্য সবধরনের সহযোগীতা করবো। পরিশেষে আপনার পরিবার বৃন্দকে আল্লাহ নিরাপদ রাখুন এই দোয়া করি।


     এই বিভাগের আরো খবর