,

কানাডা থেকে বাংলায় প্রকাশিত “৭১ এর যুদ্ধশিশু” বই কেয়া চৌধুরীকে উপহার

কানাডা থেকে বাংলায় প্রকাশিত “৭১ এর যুদ্ধশিশু” বই’টির কপি- কেয়া চৌধুরী’র হাতে তুলে দেন বইটির লেখক মুস্তফা চৌধুরী। জাতীয় জাদুঘর ভবনের সিনেপ্লেক্সে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গবেষক, প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, ক্ষিশক ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তীসহ দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পার্থ সারথি প্রমূখ।


     এই বিভাগের আরো খবর