,

হবিগঞ্জের উন্নয়নে পরিকল্পিত শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষাকে প্রাধান্য দেব -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত সংসদ সদস্য প্রার্থী, বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জে অনেক সম্ভাবনা থাকার পরও আমরা পিছিয়ে ছিলাম। দেশ-বিদেশে উদ্যোক্তাদেরকে আহবান জানানোর পর হবিগঞ্জ বদলে যাচ্ছে। বিশেষ করে ব্যাপক শিল্পায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে হবিগঞ্জ এখন আলোকিত। আগামী দিনে এই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখার পাশাপাশি পরিকল্পিত শিল্পায়নকে অগ্রাধিকার দেব। দিনব্যাপী পৃথক নির্বাচনী প্রচারণা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ গাজিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হাজী মুক্তার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, বিশিষ্ট মুরুব্বী আশরাফ উদ্দিন জিতু, আওয়ামী লীগ নেতা ক্ষিতেন্দ্র পাল, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলেছ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী শাহজাহান তালুকদার, হাজী শাহাবুদ্দিন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক আলী সেবন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহ সভাপতি আব্দুল কাদির আছাদ, অলি হোসেন লেছু, গিয়াস উদ্দিন মুখলিছ, সামছুল হক, কালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান দুদু, ইউছুফ আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজিউর রহমান এমরান, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হাসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জুনায়েদ তালুকদার, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক বাচ্চু মিয়া, যুগ্ম আহবায়ক জয়নাল মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মুজিবুর রহমান উদয়, যুগ্ম আহবায়ক আবিদুর রহমান পাভেলসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বীয়ান এবং যুব সমাজ।


     এই বিভাগের আরো খবর