,

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না, খেলেই জিততে চায়- এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এড. মোঃ আবু জাহির এমপি বলেছেন, হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনে বিগত ১০ বছরে যে যুগান্তকারী উন্নয়ন করেছি তার জন্য জনগণ অবশ্যই আওয়ামী লীগকে মূল্যায়ন করবে। জনগণের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। খেলেই জিততে চায়। ২০০৮ সালেও নির্বাচনে জনগণ আমাকে ৯১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করেছিলেন। এখন মাঠে আমার অবস্থা সুসংহত থাকায় প্রতিপক্ষ মিথ্যাচারের মাধ্যমে ফাঁকা মাঠে গোল দেয়ার কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি আরো বলেন, ভাল কাজের মূল্যায়ন হবিগঞ্জবাসী করতে জানে। কাজের স্বীকৃতি নতুন কাজে উৎসাহ যোগায়। হবিগঞ্জের সর্বস্তরের নাগরিকরা আমাকে নাগরিক সংবর্ধনা দিয়ে ঋণী করেছেন। সর্বদলীয় সাংস্কৃতিক জোট আমাকে সমর্থন দিয়েছে। ক্রীড়াঙ্গণের সাবেক এবং বর্তমান খেলোয়ার কর্মকর্তারা আমার জন্য মাঠে নেমেছেন। কৃষক, শ্রমিক, জেলে, তাতী সকলেই আমার জন্য দোয়া করেছেন এবং ভোট প্রার্থনা করছেন। এটি আপনাদের ভালবাসা। আমি কোনওদিন আপনাদের এই ভালবাসার ঋণ শোধ করতে পারব না। তবে সুযোগ পেলে অবশ্যই এই ভালবাসার প্রতিদান দিয়ে আমার নির্বাচনী এলাকাকে বদলে দিতে চাই। প্রথমবারই আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। এখন কাজ করেছি বলে, মূল্যায়ন করছেন। আরও যদি বেশি কাজ করতে পারি, তাহলে আপনারা যেমন খুশি হবেন, তেমনিভাবে আমিও ঋণ কিছুটা শোধ করার তৃপ্তি নিয়ে নিজের রাজনৈতিক জীবনকে ধন্য মনে করবো। গতকাল দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা যুবলীগের আয়োজনে এমপি আবু জাহিরের নৌকা মার্কা সমর্থনে আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল রহমান আতিক বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবীদ। এলাকার উন্নয়নে তিনি যে, ভূমিকা পালন করেছেন, তা আজীবন হবিগঞ্জবাসীর মনে রাখার কথা। এছাড়াও এই উন্নয়ন অব্যাহত রাখতে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করতে সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি জেলা যুবলীগকে প্রধান ভূমিকা পালনের দিক নির্দেশনা দেন। কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. লুৎফুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন বুলবুল, জেলা আওয়ামী লীগের সদস্য এড. সুলতান মাহমুদ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমুখ। এর আগে গতকাল সকালে এমপি আবু জাহির হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে ব্যাপক গণসংযোগ করেন। তিনি সেখানে উপস্থিত হলে আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ নৌকা নৌকা শ্লোগানে তাকে স্বাগত জানান। পরে তিনি এডভোকেট সমিতির ভবনে আইনজীবীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। পরে নবনির্মিত ১০ তলা জুডিসিয়াল ভবনে গিয়ে উপস্থিত লোকজনের নিকট ভোট প্রার্থনা করেন। পরে এডভোকেট সমিতির নতুন ভবনে আইনজীবীদের উদ্দেশ্যে বক্তৃতা করে নির্বাচনের পূর্ব পর্যন্ত নৌকার পক্ষে ভোট প্রার্থনার আহবান জানান সবাইকে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. সিরাজুল হক চৌধুরী। পরে আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ হবিগঞ্জের ক্রীড়াঙ্গণে ব্যাপক উন্নয়ন এবং অবদান রাখায় দলমত নির্বিশেষে সাবেক এবং বর্তমান খেলোয়াড়, সংগঠক এবং আম্পায়ারবৃন্দ এমপি আবু জাহিরের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এমপি আবু জাহির প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় জালাল স্টেডিয়ামে সোমবার দুপুরে এই কর্মসুচিতে ২ শতাধিক নারী-পুরুষ ক্রীড়াবীদ এবং সংগঠকরা অংশ নেন। এমপি আবু জাহির এই গণসংযোগ কর্মসূচির উদ্যোগ নেয়ায় সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে নির্বাচিত হলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। পাশাপাশি একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণেরও ঘোষণা দেন তিনি। এ সময় বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ। গতকাল সোমবার বিকেলে ৯নং ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী সভা ও গণসংযোগের আয়োজন করা হয়। এমপি আবু জাহির প্রথমে ট্রাফিক পয়েন্টে উপস্থিত হন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে ওই এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানে ভোট প্রার্থনা করেন। পরে শায়েস্তানগর বাজার সংলগ্ন হাইটাওয়ারের সামনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আতাউর রহমান, উপ প্রচার সম্পাদক এড. আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক এড. শাহ ফখরুজ্জামান, সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।


     এই বিভাগের আরো খবর