,

বাহুবলে উৎসাহ উদ্দীপনায় বিজয়ের ৪৭ বছর উদযাপন

বাহুবল প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাতির সূর্য সন্তানদের স্মরণের মধ্যে দিয়ে বিজয়ের ৪৭ বছর উদযাপিত হয়েছে। গত রবিবার দিবসটিকে ঘিরে বাহুবল উপজেলাবাসী যেমন মেতেছিল বিজয়ের আনন্দে তেমনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের। বিজয় দিবসের প্রথম প্রহরেই বাহুবল উপজেলা প্রশাসনের শহীদ বেদীতে মানুষের ঢল নামে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাহুবল মডেল থানা ও বাহুবল মডেল প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। এর পর পরই পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিকালে খেলাধুলা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু ও ফয়েজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিকা দেব জেনির যৌথ সঞ্চালনায় কুচকাওয়াজে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবীর, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়া, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি মাওলানা নূরুল আমীন, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সহ-সভাপতি ইব্রাহিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা তরুণলীগের আহŸায়ক এম এ মজিদ তালুকদার, যুগ্ম আহŸায়ক মোঃ আয়াত আলী, কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি প্রভাষক আইয়ুব আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, ডিএনআইর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মিরপুর এফএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক শামীম আহমেদ, যুগ্ম আহŸায়ক শামীনুর রহমান, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, উপজেলা প্রাথমিক শিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আলাউদ্দিন, সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম, সজীব আহমেদ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর