,

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

সময় ডেস্ক :: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আজকে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এ অবস্থানে পৌঁছানোর জন্য যে কঠিন সংগ্রাম করতে হয়েছে, তা স্মরণ না করলে ভবিষ্যৎ পথচলায় ভ্রান্তি হতে পারে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে তার বক্তব্য পড়ে শোনান হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বক্তৃতা করেন। আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু তার জীবনের পদে পদে পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাতে নির্যাতনের শিকার হলেও তিনি কখনও বিচার বিভাগের প্রতি আস্থা হারাননি। বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে এই শিক্ষা নিয়েছিলেন, শোষণ-বঞ্চনামুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন শক্তিশালী, স্বাধীন ও জনগণের আস্থাশীল বিচার বিভাগ। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধাবোধ থেকেই বঙ্গবন্ধু সংবিধানে বিচার বিভাগকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে গেছেন। তিনি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন এবং ওই বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। তিনি আরও বলেন, আজ আমাদের স্বীকার করতেই হবে, সুপ্রিম কোর্টের বিগত ৪৭ বছরের পথচলায় আইনের শাসন প্রতিষ্ঠায় বহু উল্লেখযোগ্য অবদান রয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল মামলার বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবদান ভুলবার নয়। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে এসব হত্যাকান্ডের বিচারের কথা জাতি চিরকাল স্মরণ রাখবে।
সুপ্রিম কোর্ট দিবস উদ্বোধন: সুপ্রিম কোর্ট দিবস-২০১৮ এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কেক কেটে দিবসটির উদ্বোধন ঘোষণা করা হয়। একই সঙ্গে বার সমিতির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ সময় উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর