,

দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়ায় ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার :: গত বৃহস্পতিবার নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক হাফেজ মাও: লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন- শিক্ষার একমাত্র উদ্দেশ্য যেন ‘জাগতিক সুখ-সুবিধা ও উন্নতি’ না হয়। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠা। শিক্ষার্থীদেরকে ছোট বেলা থেকেই শিক্ষার এই উদ্দেশ্যের সাথে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে এ আলোকে গড়ে উঠার জন্য নিবিড় তত্ত¡াবধান করতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে যদি কারো মধ্যে মানুষত্ববোধ জাগ্রত না হয় তাহলে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিষ্টার, শিক্ষক, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও রাজনীতিবিদ-যাই হোক না কেন তার দ্বারা সমাজ ও রাষ্ট্রের তেমন কোন উপকার হয় না। সে হয়ে উঠে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক, আত্মপূঁজায় সে এতই মগ্ন হয় যে, তার নিজের স্বার্থ হাসিল করার জন্য সমাজ-রাষ্ট্র বা অন্য লোকদের জীবনের সর্বনাশ করতেও সে পিছপা হয় না। দারুল হিকমাহ তাদের সকল তৎপরতা শিক্ষার এই আসল লক্ষ্য হাসিলের জন্য পরিচালনা করছে বিধায় এখান থেকে দুনিয়া ও পরকালীন কল্যাণ লাভের উপযোগী শিক্ষার্থী তৈরী হচ্ছে। তিনি আরো বলেন,  সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েও দারুল হিকমাহ’র ধারাবাহিক উন্নতি প্রমান করে নিজেরা আত্ম প্রত্যয়ী হলে কোনরূপ প্রতিকুলতাই উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনা। তিনি দারুল হিকমাহ’র উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, শিক্ষক মাও: মুফতী শফিকুল ইসলাম, মাও: আবু সাঈদ মাহমুদ আল আজহারী, মাও: আব্দুল মান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মিঠু।


     এই বিভাগের আরো খবর