,

চাঁদাবাজী ও শ্লীলতাহানীর মামলায় হবিগঞ্জের ৩ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট

নিজস্ব প্রতিনিধি :: গ্রীস প্রবাসীর বোনের কাছে চাঁদা দাবী ও শ্লীলতাহানীর অভিযোগে হবিগঞ্জ শহরের কামড়াপুর গ্রামের ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হল-মতিন মিয়ার পুত্র ইউনুছ মিয়া, আহাদ মিয়া ও নজরুল মিয়া। তাদের বিরুদ্ধে গত ২০ ডিসেম্বর আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। জানা যায়, গ্রীস প্রবাসী তাজু মিয়া কামড়াপুর গ্রামে এক খন্ড জায়গা ক্রয় করে একটি বাসা নির্মাণ করেন। সেই বাসার একটি অংশে তার বোন নেওয়া বেগম থাকেন। অন্য দিকে ভাড়াটিয়ারাও বসবাস করে আসছেন। বেশ কিছুদিন যাবত আসামীরা গ্রীস প্রবাসীর বোন নেওয়া বেগমের কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে বাসা বাড়িতে থাকতে দেবে না এবং ভাড়াটিয়াদেরকেও থাকতে দেবে না বলে হুমকি দেয়। চাঁদা দাবী, হুমকি, মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগে নেওয়া বেগম কোর্টে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে সমন ইস্যু করা হলেও তারা কোর্টে আসেনি। ফলে ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন আদালত।


     এই বিভাগের আরো খবর