,

মামলা হামলা করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না -জি কে গউছ

সংবাদদাতা :: হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব জি.কে গউছ বলেন- আওয়ামীলীগ যতোই চেষ্টা করুক মামলা হামলা করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। মানুষের ভোটাধিকার, দেশের গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি নির্বাচন করছে দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, আওয়ামীলীগের অপশাসন থেকে মানুষকে মুক্তি দেয়ার জন্য। তাই শত প্রতিক‚লতা উপেক্ষা করেই বিএনপি নির্বাচনের মাঠে থাকবে। তিনি গতকাল লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা বাজারে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। বিএনপি নেতা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল কবির, আবুল কালাম আজাদ টিপু, আমীর আলী, জানে আলম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. হাজী নুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিতুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এড. ফাতেমা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, জেলা ছাত্রদল নেতা সৈয়দ রুহেব হোসেন, আরিফ আহমেদ, অরুন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর