,

বানিয়াচংয়ে হত্যা মামলায় ১২ আসামীকে কারাগারে প্রেরণ

সংবাদদাতা :: বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে গৃহবধু মিনারা বেগম হত্যাকান্ডের মামলায় ১২ আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল রবিবার সকালে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে আসামীগণ হাজির হয়ে জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠান। আসামীরা হল, কাউছার মিয়া, ইয়াকুত মিয়া, ফয়সল মিয়া, পারভেজ মিয়া, সুয়েদ মিয়া, আব্দুল আজিজ, শামছুদ্দিন, ইলিয়াছ, তোফাজ্জুল হোসেন, আফতাব মিয়া, রফিকুল্লাহ ও গাজি মিয়া। জানা যায়, কাঠখাল গ্রামের আব্দুস শহীদের সাথে একই এলাকার কাছম আলীর জমিসহ বিভিন্ন বিষয়াধি নিয়ে দীর্ঘদিনের পূর্ব বিরোধ চলে আসছিল। এর জেরে উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিনারা বেগমের বাড়িতে ওই দিন অতর্কিত হামলা চালায়। এতে সে বুকে টেটাবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় মিনারার পুত্র হাফেজ সাইফুর রহমান উল্লেখিতরাসহ ৫১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। গতকাল তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর