,

নির্বাচনের আর মাত্র চারদিন রয়েছে নবীগঞ্জে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন

শাহ সুলতান আহমেদ :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র ৪ দিন রয়েছে। ইতিমধ্যেই নবীগঞ্জ উপজেলা প্রশাসন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসন। এ বছর নবীগঞ্জ উপজেলায় ২ লক্ষ ৩৬ হাজার ২ শত ৪৯ জন ভোটার রয়েছেন। তাদের ভোট দেয়ার জন্য ১ শত ১৫টি ভোট কেন্দ্র রয়েছে। উপজেলার ১নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে ভোট কেন্দ্র ৬টি, ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নে ৭টি, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে ৮টি, ৪নং দীঘলবাক ইউনিয়নে ৯টি, ৫নং আউশকান্দি ইউনিয়নে ৯টি, ৬নং কুর্শি ইউনিয়নে ১০টি, ৭নং করগাঁও ইউনিয়নে ১১টি, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে ৬টি, ৯নং বাউসা ইউনিয়নে ১০টি, ১০নং দেবপাড়া ইউনিয়নে ৮টি, ১১নং গজনাইপুর ইউনিয়নে ৯টি, ১২নং কালিয়ারভাঁঙ্গা ইউনিয়নে ৬টি, ১৩নং পানিউমদা ইউনিয়নে ৭টি ও নবীগঞ্জ পৌরসভায় ৯টি ভোট কেন্দ্র রয়েছে। এ বছর ওই উপজেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৮ শত ৬৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৩ শত ৮২ জন। ১১৫টি ভোট কেন্দ্রে ৪ শত ৮০টি বুথ রয়েছে। প্রতিটি বুথে ৩ জন করে প্রিজাইডিং ও পোলিং এজেন্ট থাকবে এতে মোট ১ হাজার ৪ শত ৪০ জন তাদের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭২টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২০টি গুরুত্বপূর্ণ ৫২টি। সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৪৩টি। উপজেলায় এ বছর ১ হাজার ৩ শত ৮০ জন আনসার সদস্য ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে ১২ জন আনসার সদস্য থাকবেন বলে উপজেলা আনসার ভিডিপি অফিস সুত্রে জানা গেছে। সুত্রে আরো জানা গেছে, গত ২৪ ডিসেম্বর দুইদিন পূর্ব থেকে ওই আসনে সেনাবাহিনী, ও বিজিবি এর পূর্ব থেকে এছাড়াও অন্যান্য প্রশাসনিক লোকজন অবস্থান নিয়েছেন। তারা সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। সুত্রে জানা গেছে আগামী ২৮ তারিখ থেকে লোকজন বিনা প্রয়োজনে কোন স্থানে অযথা বসে গল্প করতে পারবেন না এবং রাতের বেলায় কোথায় যেতে হলে সঠিক পরিচয় দিতে না পারলে তাদের আইনের আওতায় আনা হবে। এ বছর সার্বিক অবস্থা উন্নত রাখতে প্রশাসনের সকল দপ্তর সজাগ রয়েছে। রাষ্ট্রের কিছু ক্ষতি হয় এমন কর্মকান্ড কেহ করতে পারবেনা বলে প্রশাসনিক সুত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর