,

তীব্র শীতে নবীগঞ্জের অসহায় মানুষের পাশে অ্যাওয়ার্ড জয়ী সংগঠন ‘রিলেশন টু পিপল’

স্টাফ রিপোর্টার :: চলছে পৌস মাস। দিন দিন বাড়ছে শীতের প্রকোপ আর শীত মানেই দূস্থ ও অসহায় মানুষের অসহনীয় কষ্ট। যারা শীতের সময় হয়ে পড়ে আরো অসহায়। এসব শীতার্ত মানুষের শরীরে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে আর্থ মানবতার সেবায় সর্বদা নিয়োজিত সমাজ কল্যান সংস্থা রিলেশন টু পিপল। তারা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছর ও নবীগঞ্জ উপজেলা প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। তীব্র শীতে শীত নিবারক হিসেবে নবীগঞ্জের ৫০টি পরিবারের মধ্যে লেপ বিতরণ করেছে নবীগঞ্জের এই তরুণ সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়। আর্থমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চায় নবীগঞ্জের এই তরুণ সামাজিক সংগঠন। ভবিষ্যতেও এমন কাজ করায় প্রতিজ্ঞাবদ্ধ তারা। তরুনদের এই সংগঠন তাদের কার্যক্রম দিয়ে ইতিমধ্যে নবীগঞ্জ তথা হবিগঞ্জের জন্য সুনাম বয়ে এনেছে। সারা বাংলাদেশের সেরা ৫০ সংগঠনের মধ্যে এবং হবিগঞ্জ জেলার একমাত্র সংগঠন হিসেবে তারা অর্জন করেছে “জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮”। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন রিলেশন টু পিপলের সদস্যরা। আর এজন্য সকলের সহযোগিতাও আশা করেন তারা।


     এই বিভাগের আরো খবর