,

ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেলে বাধা নেই

সময় ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ৩০ ডিসেম্বর ভোটের দিন খবর সংগ্রহের কাজে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। তবে মোটরসাইকেলে নির্বাচন কমিশনের স্টিকার থাকতে হবে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক সাংবাদিকদের মোঃ আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আসাদুল হক বলেন, ভোটের দিন আগের মতো গাড়িতে স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া ভোটের দিন সংবাদপত্র বহনকারী গাড়ি চলাচলের ক্ষেত্রেও অনুমতি দেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর