,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক “গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন” প্রকল্প কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পৌরসভা কর্তৃক কানাইপুর এলাকায় গতকাল বিকেল ৪ ঘটিকায় সাড়ে চার কোটি (৪.৫) টাকা ব্যয়ে “থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভা সমূহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের জন্য গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন” প্রকল্পের পাইলিং এর কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভুঁইয়া, উপ সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া, মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রা. লিমিটেডের নির্বাহী পরিচালক সুজাত আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব মোঃ আজম হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, কদর আলী, রহিম আলী, সুকুমার দেব, গোপেশ্বর গোপ, যশোদাকান্ত গোপ, মতিন মিয়া, জীবেশ গোপ, সুজন মিয়া, বারিক মিয়া, কবির মিয়া, আব্দুল বারিক, জয়নাল আবেদীন, হিমাংশু সরকার ভজন, রঞ্জু কুরী, সুনীল ঘোষ, কালা পাল, নিতেশ দাশ, দিলীপ গোপ, রবীন্দ্র দাশ সেলাই, লিপ্টু দাশ প্রমুখ। উক্ত প্রকল্প কাজের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কানাইপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ নুরুদ্দিন আহমদ। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক উক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করেন পৌর মেয়র ও তাঁর পরিষদ।


     এই বিভাগের আরো খবর