,

নবীগঞ্জে কবর স্থানের গাছ কর্তনের অভিযোগ

শাহ সুলতান আহমেদ :: নবীগঞ্জ উপজেলায় সরকার বাহাদুরের খাস খতিয়ানভুক্ত কবরস্থানে রোপনকৃত কাছ কাটার অভিযোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন রহমত আলী। তিনি গত ৮ জানুয়ারি এমন অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি মোজাস্থ সরকার বাহাদুরের ১নং খতিয়ানভুক্ত ২৩৩ ও ৩৯৪ দাগের ২ একর ৫৫ শতাংশ ভূমি সরকার বাহাদুরের নামে রেকর্ড রয়েছে। ওই ভূমিতে মুসলমানগণ তাদের মৃতদের দাফন করে আসছেন এবং বর্তমানে কবরস্থান হিসেবে বিদ্যমান রয়েছে। এতে অনেক দিনের পূরনো গাছ-গাছালি ও রয়েছে। দীর্ঘদিন যাবত তার দিকে নিজর পড়ে এলাকার কতিপয় লোকদের। গত ৭ই জানুয়ারি সোমবার সকাল অনুমান ৯ টায় ফুটারমাটি গ্রামের মৃত জমির উল্লার পুত্র টুনু মিয়া, মৃত আলাউদ্দিনের পুত্র পারুল মিয়া ও জুনু মিয়া, মৃত আঞ্জব উল্লার পুত্র কালাম মিয়া ও জয়নাল মিয়া, মৃত ইদ্্িরস উল্লার পুত্র আশাব আলী ও আজির মিয়া, মঙ্গল মিয়ার পুত্র এলাইছ মিয়া, তারিক উল্লার পুত্র আঃ কায়েদ, আঃ হামিদের পুত্র মিলাদ মিয়া, হরমুজ উল্লার পুত্র আঃ নুর, তারা ঐক্যজোট হয়ে ওই স্থানে রোপনকৃত বিভিন্ন প্রজাতির ৪৫টি গাছ কেটে ফেলে। যার মুল্য  প্রায় ২ লক্ষ ৫০ হাজার হবে। এমন ঘটনা দেখে গ্রামের পঞ্চায়েতের লোকজন তাদের বাঁধা আপত্তি করলে তাদের হুমকি প্রদর্শন করেন গাছ কর্তনকারীরা। অবশেষে তার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে ফুটারমাটি গ্রামের ছমির উল্লার পুত্র রহমত আলী গত ৭ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর