,

ভারতে দুই আন্তর্জাতিক জুয়াড়ি আটক ॥

সময় ডেস্ক ॥ বৃহস্পতিবার যখন বাংলাদেশের সঙ্গে ভারতের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল, তখন ভারতের আহমেদাবাদের ভাদোদরা থেকে একটি আন্তর্জাতিক জুয়াড়িচক্রকে আটক করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেকটোরেট (ইডি)। ধারণা করা হচ্ছে, তারা জুয়া খেলায় প্রায় ৫০০ কোটি রুপিরও বেশি অর্থ লেনদেনে জড়িত। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ইডি কর্মকর্তারা জানিয়েছে, কিরণ আমদাভাদ ও টমি প্যাটেল নামের ২ বাজিকরকে আটক করা হয়েছে। গত ২ বছর ধরে একটি জুয়াড়ি চক্র পরিচালনা করতো এ দুজন। এর আগে তাদের আইপিএল ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ২০১৩ সালে আহমেদাবাদ পুলিশের অপরাধ বিভাগ তাদেরকে আইপিএল ম্যাচ গড়াপেটার অভিযোগে আটক করেছিল। ইডির একটি সূত্র জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ভাদোদারার গোল্ডেন চোকদিতে অভিযান চালায় ইডি। এসময় সেখান থেকে ১০০টি মোবাইল ও ১৫টি ল্যাপটপ উদ্ধার করা হয়। জুয়াড়ি চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান এখনও অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, আটক ২ বাজিকর প্রায় ৮০০ কোটি রুপি জুয়ার অর্থ লেনদেনে জড়িত। প্রতি ম্যাচে ২০ কোটি রুপি লাভ থাকতো তাদের। প্রতি চারদিন অন্তর নিজেদের অবস্থান পরিবর্তন করে তারা। সূত্র আরও জানিয়েছে, টমি প্যাটেলের সঙ্গে ২০১১ সালের দিকে রাজস্থান রয়্যালসের এক সাবেক খেলোয়াড়ের সমপর্ক ছিল। সে খেলোয়াড় পরে ম্যাচ গড়াপেটায় জড়িত ছিল বলে প্রমাণিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর