,

চুনারুঘাটের মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী ওরস শুরু

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জের সিমান্তবর্তী চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে আজ থেকে ১৯ই জানুয়ারি রবিবার ৩ দিনব্যাপী ৬৯৮ তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু। পবিত্র ওরস শেষ হবে ১৫ জানুয়ারি ১২:০১ মিনিটে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হবে। মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী বলেন, সিলেটে চির নিদ্রায় শায়িত হযরত শাহজালাল (রহঃ) এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ব প্রধান সেনাপতি তরফ বিজয়ী মহান ইসলামি বীরপুরুষ হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে জন্মগ্রহণ করেন ১২৫০ খ্রিষ্টাব্দে। তিনি বাগদাদ থেকে দিল্লীতে এসে সুলান আলাউদ্দিন খিলজীর অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন। তার কামালিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনী নেতৃত্বে সিলেট অঞ্চলে বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ করেন। এদিকে পবিত্র ওরস শুরু হওয়ার ১ সপ্তাহ পূর্ব থেকে শতাধিক দোকান সহ বিভিন্ন পন্য নিয়ে বসেছে এবং অর্ধশতাধিক কাফেলা বসেছে। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখেতে পুলিশের সাথে আনসার, গ্রাম পুলিম সহায়তা করবে বলে ওরস আয়োজক কমিটির সূত্রে জানা গেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, মাজার শরীফ পবিত্রতা রক্ষা ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে মাঠে পুলিশ কাজ করবে। কেউ যাতে নাশকতা সৃষ্টি না করতে পারে। এদিকে বাড়তি নজর থাকবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান হতে জাতি, ধর্ম নির্বিশেষে ঐতিহ্যবাহী মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মদনী (রহঃ), হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রহঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (রহঃ), বন্দেগী শাহ্ সৈয়দ দাউদ (রহঃ) গং ১২০ আউলিয়া গনের ৩ দিন ব্যাপী ৬৯৮ তম পবিত্র বার্ষিক ওরসে যোগ দিচ্ছে। পবিত্র ওরসে অংশগ্রহণের জন্য আশেকান ভক্তবৃন্দের প্রতি দাওয়াত জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী।


     এই বিভাগের আরো খবর