,

মায়ের মমতায় প্রতিবন্ধীদের পালন করছেন প্রধানমন্ত্রী- এমপি আব্দুল মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসন থেকে ৩য় বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি ১৫ জন প্রতিবন্ধীদের মধ্যে ১৫ টি হুইল চেয়ার বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার হুইল চেয়ার বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনায় এমপি আব্দুল মজিদ খান বলেছেন মায়ের মমতায় প্রতিবন্ধীদের পালন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর তাঁরই অংশ বিশেষ হিসেবে সমাজ সেবা অধিদপ্তর মাধ্যমে আজকের এই হুইল বিতরণ। তিনি আরো বলেন প্রতিবন্ধীদের মধ্যে নিয়মিত ভাতা তাদের জন্য আলাদা স্কুল সহ বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। আমাদের সমাজে প্রতিবন্ধীদের নিয়ে রয়েছে নানা ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কার আছে। যা সম্পূর্ণ অমানবিকতার পরিচায়ক। আধুনিক যুগে এমন ধ্যান-ধারনা পরিহার করা সকলের প্রয়োজন। প্রতিবন্ধীতা সৃষ্টি কর্তার অভিশাপতো নয়! ইচ্ছে করে কি কেউ প্রতিবন্ধি হয় না? কিংবা তাদের জীবনে এ অবস্থার জন্য কি কেউ দায়ী? যদি না হয় তবে তারা কেন অধিকার বঞ্চিত হবে? তিনি আরো বলেন, একজন প্রতিবন্ধী, একজন মানুষও প্রতিবন্ধীরা আমাদের পরিবারের সদস্য, আমাদের ভাই-বোন, সমাজের মানুষ, রাষ্ট্রের নাগরিক। তাদেরকে ভিন্ন চোঁখে দেখার কোন যৌক্তিক কারন নাই। কিংবা তাদেরকে অবহেলার চোঁখে দেখারও অবকাশ নেই, কারন তারাও মানুষ। প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে তাদের পাঁশে দাঁড়ানোর সুযোগ গ্রহণ করে এবং তাদের প্রাপ্ত সম্মান ও অধিকার আদায়ে সোচ্চার হওয়া আমার দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। এ সময় দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর