,

নবীগঞ্জ কানাইপুর রাধার গোবিন্দ জিউড় মন্দিরে ৩ দিনব্যাপী অষ্টপ্রহর বার্ষিক লীলা সংকীর্তন সম্পন্ন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর রাধার গোবিন্দ জিউড় মন্দিরে ৩ দিনব্যাপী অষ্টপ্রহর বার্ষিক লীলা সংকীর্তন গতকাল শনিবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে । গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ, ভজন কীর্তন, শুভ অধিবাস, হরিনাম লীলা সংকীর্তন, মহাপ্রসাদ বিতরন। অনুষ্ঠানমালায় কীর্তন পরিবেশন করেন বালাগঞ্জের শ্রী শ্রী রাধা সুদর্শন যুব সংঘ, সিলেট গোয়াইনঘাটের শ্রী শ্রী জয়রাধে যুবসংঘ, সুনাগঞ্জের শ্রী শ্রী গোপীনাথ সম্প্রদায়, হবিগঞ্জের শ্রী শ্রী গৌর সম্প্রাদায়। কীর্তন কমিটির সভাপতি কৃষ্ণ কন্তি গোপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সমর গোপের পরিচালনায় অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর সভার প্যানেল মেয়র এটি এম সালাম, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শেখ ছৈইফা রহমান কাকলী, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, উপজেলা তাতীলীগের সদস্য সচিব প্রনব দেব, বিধু ভুষন গোপ, শিক্ষক নারায়ন গোপ, শিক্ষক প্রজেশ রায় নিতন, শিক্ষক সজল চন্দ্র দাশ, যশদা গোপ, ইপেশ গোপ, দিলীপ গোপ, বিশ্বজিত চন্দ, তনয় কান্তি গোপ, সজল চন্দ্র গোপ, মিন্টু দেব, বৌদ্ধ গোপ প্রমূখ। অনুষ্ঠানমালায় সহ¯্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর