,

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রত্যাশী ফজলুল হক চৌধুরী সেলিম

মোঃ সুমন আলী খাঁন ॥ নির্বাচন কমিশন (ইসি)’র প্রাথমিক ঘোষণা অনুযায়ী এ বছরের মার্চে দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মাঠপর্যায়ে গণসংযোগে নেমে পড়েছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। মাঠ পর্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে নিয়ে তাঁর সমর্থকরা দিচ্ছেন বিভিন্ন পোষ্ট।  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মার্চে নির্বাচন হবে এমন সম্ভাব্য সময় ঘোষণা দিয়েছে কমিশন। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলা। এবার এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৮ শত ৩৮ জন। এবার নির্বাচনে  আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম দলীয় মনোয়ন পাবেন বলে আশাবাদী তিনি। তাঁর পিতা মরহুম আব্দুল হক চৌধুরী ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা। এ ছাড়াও তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দীর্ঘদিন যাবৎ যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে বিগত ২০০৯ইং সালে নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন এবং প্রায় দুই বছর সফলভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর