,

পিপিএম পদকে ভূষিত হলেন বানিয়াচংয়ের নূরুল আমীন

স্টাফ রিপোর্টার :: অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ কর্মদতার স্বীকৃতি স্বরুপ পিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান মোহাম্মদ নূরুল আমীন। তিনি বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি ডিএমপি ঢাকা ওয়ারী জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এবার বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদক পাচ্ছেন দেশের ৩৪৯ পুলিশ কর্মকর্তা। প্রজ্ঞাপন অনুযায়ী ৪০ জন বিপিএম, ৬২ জন পিপিএম, ১০৪ জন বিপিএম-সেবা, ১৪৩ জন পুলিশ কর্মকর্তা পিপিএম-সেবা পদক পাচ্ছেন। পুলিশ সপ্তাহ উপলে আগামী ০৪ ফেব্রæয়ারী প্রধানমন্ত্রী তাদেরকে এ পদক প্রদান করবেন। এদিকে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই দক্ষতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। এছাড়াও নূরুল আমীন কর্মজীবনের পাশাপাশি তার নিজ এলাকায় সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।


     এই বিভাগের আরো খবর