,

ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে দুই নবজাতকের মৃত্যু

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ঠান্ডা জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই দিন ধরে শীত ও দমকা হাওয়া তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে রোগ বালাই। এ সব রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। জ্বর-সর্দি, কাশি, নিউমোনিয়া, আমাশয় ও ডায়রিয়াসহ শীত জনিত রোগে আক্রান্তদের মাঝে বেশীর ভাগই নবজাতক শিশু। গত ২ দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত শতাধিক শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে এসব রোগীদের চিকিৎসা দিতে ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছেন। হাসপাতালের নির্দিষ্ট বেডে রোগী সংকুলান না হওয়ায় অনেকেই ফোরে তাদের শিশু রোগীদের চিকিৎসা দিচ্ছেন। গত ২ দিনে হবিগঞ্জ জেলার বানিয়াচং, লাখাই, চুনারুঘাট, বাহুবল, শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলার অর্ধশতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে গুরুতর রোগীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ডাক্তার কায়ছার রহমান জানান, ঠান্ডা পড়ার কারণে এসব রোগ বালাই দেখা দিয়েছে। তবে খাবার স্যালাইন ও পরিস্কার পরিচ্ছন্ন ভাবে শিশুদেরকে রাখলে সমাধান হয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর