,

৪ যুগেও পাকাকরণ করা হয়নি চুনারুঘাটের ৪ কি:মি: দীর্ঘ রাস্তা

সংবাদদাতা ॥ চুনারুঘাটের শ্রীকুটা-শাকির মোহাম্মদ এলজিইডি’র প্রায় ৪ কি:মি: রাস্তাটি দীর্ঘ ৪ যুগেও পাকাকরণ করা হয়নি। এলাকাবাসী যুগ যুগ ধরে পাকাকরণের দাবি জানিয়ে আসলেও এ পর্যন্ত রাস্তাটির উপর কারো নজর পড়েনি। এ রাস্তাটি দিয়ে চুনারুঘাট উপজেলার কেউন্দা, কাপুড়িয়া, জামালপুর, পাইকুড়া, বাজে সতং, পাট্টাশরীফ, লতিফপুরসহ ১০/১২টি গ্রামের লোকজন যাতায়াত করে থাকে। রিক্সা ও অন্যান্য ছোট ছোট যানবাহন চলাচল করলেও বর্ষার সময় পায়ে হেঁটে চলাও মুশকিল হয়ে পড়ে। এছাড়া ওইসব গ্রাম সমূহের কৃষকদের উৎপাদিত পণ্য উপজেলা ও জেলা সদরে বিক্রি করা কিংবা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এর সাথে যোগাযোগ রয়েছে বৃহৎ শাকির মোহাম্মদ বাজার। এ রাস্তাটি পাকাকরণ করা হলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি পাবে বলে এলাকার সচেুন মহলের ধারণা। তাই এই উন্নয়ন কর্মকান্ডের যুগেও রাস্তাটি অবহেলিত হয়ে পড়ে আছে। এ ব্যাপারে ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী জানান, উক্ত রাস্তাটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অন্যদিকে এলজিইডি’র প্রকৌশলী আনিসুর রহমান জানান, এ পর্যন্ত উক্ত রাস্তাটি পাকাকরণের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে আশু উক্ত রাস্তাটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি জানান। তাই জনদূর্ভোগ লাঘবে এলাকাবাসী শ্রীকুটা-শাকির মোহাম্মদ এলজিইডি’র কি:মি: রাস্তাটি পাকাকরণের জন্য সদাশয় সরকারের দৃষ্টি কামনা করছে।


     এই বিভাগের আরো খবর