,

জগন্নাথপুরে সরকারি সড়কে বসত ঘর ও দেয়াল নির্মাণ ॥ গ্রামবাসীর অভিযোগ

সংবাদদাতা ॥ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পুরাতন আলাগদি গ্রামের দুইটি পরিবার একমাত্র চলাচলের সড়কের উপর বসত ঘর ও দেয়াল নির্মান করে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন। সরকারি সড়কের উপর বসত ঘর ও দেয়াল নির্মাণের বিরুদ্ধে পুরাতন আলাগদি গ্রামের জনসাধারণ গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, পুরাতন আলাগদি গ্রামের বাসিন্দা আব্দুল কায়ুম ( কায়ুম মুল্লা) ও একই গ্রামের পুলিন নমসূদ্রের মেয়ে আরতি নমসূদ্র গ্রামবাসীসহ অত্র এলাকার একমাত্র চলাচলের সরকারি সড়কের উপর বসত ঘর ও দেয়াল নির্মাণ করেছেন। অভিযুক্ত আব্দুল কায়ূমের বসত বাড়িটি উক্ত রাস্তার উপর নির্মাণ করেছেন। তিনি আবারও সরকারি সড়কের অর্ধেক অংশ দখল করিয়া স্থায়ী দেয়াল নির্মাণ করছেন। এছাড়াও একই গ্রামের আরতি নমসূদ্র উপরোক্ত সড়কের উপর অর্ধেক দখল করে বসত ঘর নির্মাণ করেন। সরকারি সড়কের উপর বসত ঘর ও দেয়াল নির্মাণ না করার জন্য গ্রামবাসী বাঁধা দিলে পরো ভাবে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে বাঁধা উপেক্ষিত হয়েছে বলেও অভিযোগে উল্ল্যেখ করা হয়।


     এই বিভাগের আরো খবর