,

মাধবপুরে জুঁয়া খেলায় বাঁধা দেয়ায় ১০ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

জুয়েল চৌধুরী ॥ মাধবপুরে জুঁয়া খেলায় বাঁধা দেয়ার কারণে ১০ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয়। গুরুতর আহত অবস্থায় রুখন ইসলাম (২২), ক্রান্তিক নায়ক (৩০) ও আম্বিয়া বেগমকে (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানায়, ওই উপজেলার নোয়াপাড়া চাবাগান ও ইসলামাবাদ এলাকায় প্রায়ই জুয়ার আসর বসায় একদল জুয়াড়ি। এতে করে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পায়। অনেকেই তাদের ভয়ে সন্ধ্যা হলেই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আবার কেউ কেউ ভয়ে এলাকা ছেড়ে পালিয়েও গেছে। জুয়াড়িদের বিরুদ্ধে প্রতিবাদ করে নুরুল ইসলাম, ক্রান্তি নায়ক, কামাল মিয়া ও আলম মিয়াসহ লোকজন। এতে জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে উঠে। সোমবার রাত ৩টার সময় ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত উল্লেখিতদের বাড়িঘরে জোরপূর্বক প্রবেশ করে তাদের কুপিয়ে ক্ষতবিক্ষত করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা সহ ২ লাখ টাকার মালামুল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় মহিলাসহ উল্লেখিত লোকজন আহত হয়। কামাল, আলম, বাসন্তি ও মৃহির কান্তিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনা পর থেকে ওই এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে মাধবপুর থানার (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, প্রায়ই ওই এলাকায় কয়েকজন বখাটে জুয়ার আসর বসায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর