,

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক অমর একুশে বইমলো সফল করতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ময়ের আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলনে, ‘বই মেলা আমাদের ভাষার ইতিহাসের সঙ্গে ঘনষ্ঠিভাবে সম্পৃক্ত। বই আমাদের পরম বন্ধু। একুশের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার অনুশীলন বাড়াতে হবে। তিনি বলনে, ভাষা একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করছে। আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে বেশি বেশি করে বই পড়ার এবং বইমেলায় অংশগ্রহনের অভ্যাস গড়ে তুলতে হবে।’ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘অমর একুশে বইমলো ২০১৯’ সফল করতে মতবিনিময় সভায় গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ পৌরসভার কনফারন্সে রুমে পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে এসব কথা বলেন। তিনি সভার শুরুতে উপস্থিতি সকলকে তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য আহ্বান জানান। পৌরসভার বইমেলা কমিটির সদস্য পৃথ্বীশ চক্রর্বত্তীর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি আবু তাহের চৌধুরী, প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, কবি ও প্রধান শিক্ষক এম.এ ওয়াহদি লাভলু, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, মাওঃ আব্দুল রকিব হক্কানী, ছড়াকার এসএম সাজ্জাদ, সমাজসেবক আবুল কালাম মিঠু, ছড়াকার ইব্রাহীম ইউসুফ, আল-হেরা লাইব্রেরির মোঃ জাকির হোসেন খাঁন, আনন্দ নিকেতনের ওয়াহিদুজ্জামান জুয়েল, আলী শাহান, শ্রী মন্টি ঠাকুর, নয়ন দাশ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ও কবি কোকিল দাশ, বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, ৩নং ওর্য়াড কাউন্সলির মোঃ আঃ ছালাম, ৭নং ওর্য়াড কাউন্সলির মোঃ কবির মিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সলির প্রানেশ চন্দ্র দেব, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা ও বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব শেখে মোঃ জালাল উদ্দনি, পৌর সচিব মোঃ আজম হোসেন, পৌরসভার প্রশাসনকি কর্মকর্তা তপন কুমার চন্দ, নবীগঞ্জ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি কবি আফতাব আল মাহমুদ, কণ্ঠশিল্পী মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম, কবি মাও: কাজী হাসান আলী, বিশিষ্টি ব্যবসায়ী উত্তম কুমার রায়, কণ্ঠশিল্পী শামসুল হক খেলা, কবি হোসাইন আহমদে, সাংবাদিক শাহ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, কাজী শাহেদ বিন জাফর, ছড়াকার কয়েস আহমদ মাহদী, আলী শাহান, সুহেল উজ্জামান, পপুলার লাইব্রেরি সৈয়দ আব্দুল আলী, সুজন বইঘরের সুজন রায়, আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপ, একতারা শিল্পী পরিবারের সাহেল আহমেদ, আবু সুফিয়ান আজাদ স্বপন, জহির উদ্দিন চৌধুরী, সাইক্লিং ক্লাবের মাজহারুল ইসলাম তারেক, ইকবাল হোসাইন, কবি লোকমান হোসেন হারুণ, সুকান্ত দাশ, তুহিন আহমেদ, নৃত্যশল্পিী ঝলক চক্রবর্ত্তী, আবৃত্তিকার অরুণাভ বনকি পলাশ প্রমুখ। সভায় আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি নবীগঞ্জ পৌরসভা কর্তৃক তৃতীয়বারের মতো বই মেলা সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি সর্বসম্মতক্রিমে গঠন এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।


     এই বিভাগের আরো খবর