,

৩ বিতর্কিত আম্পায়ারের বিষয়ে মুখ খুলল ভারত!

সময় ডেস্ক ॥ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ‘ভারত- বাংলাদেশ’ ম্যাচে আম্বায়ারের ভুল সিদ্ধান্ত ও আইসিসির সভাপতি নিয়ে আ হ ম মুস্তফা কামালের করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আম্বায়ার ভারতের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে ৩ টি ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে যখন অভিযোগ চরমে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম দিকে চুপ থাকতে চাইলেও পারেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড দায়িত্বশীল ভাবেই কথা বলেছেন। যেটা অবশ্য প্রশংসার দাবিদার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুর তাদের অনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। ভারতীয় মিডিয়ায় তিনি বলেন, আইসিসি সভাপতি ৩ আম্পায়ারের বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন। আমি বলতে চাই, তার উচিৎ এগুলো আইসিসির সভায় তার অভিযোগ উপস্থান করা। এটি ক্রিকেটের বিষয় এটা পরিস্কার হওয়া ভাল বলেও উল্ল্যেখ করেন তিনি। উল্লেখ্য, ভারতের ইশারাতেই আম্প্যায়ার এমন কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে আইসিসিকে ‘ ভারতীয় ক্রিকেট বোর্ড’ বলে অভিহিত করেন মুস্তফা কামাল। আইসিসি সভাপতি কামালের বক্তব্য ফলাও করে প্রচার করে ভারতীয় গণমাধ্যম। এর আগে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন কামালের বক্তব্যের প্রতিক্রিয়া জানায়। রিচার্ডসন বলেন, আম্পায়ারা সঠিকভাবেই দায়িত্ব পালন করেছে। নো বলের বিষয়টি ফিফটি ফিফটি ছিল। আর কামালের কথা বলার সময় আরো সতর্ক হওয়া উচিৎ ছিল বলেও উল্লেখ করেন তিনি।


     এই বিভাগের আরো খবর