,

আরটিভি’র গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে এমপি আবু জাহির

গণতন্ত্রকে আরো সমৃদ্ধ করতে সকলের অন্তরিকতা প্রয়োজন- গণতন্ত্রকে আরো সমৃদ্ধ করতে সকলের অন্তরিকতা প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ আরটিভি’র সপ্তাহিক আয়োজন ‘গণতন্ত্রের সংলাপ’ অনুষ্ঠানে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হিসেবে অংশ নিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্ত। অনুষ্ঠানে বিএনপি’র প্রতিনিধির বক্তব্যের প্রেক্ষাপটে এমপি আবু জাহির বলেন, তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশে রেখে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বিএনপিকেও সকল নির্বাচনে সঠিকভাবে অংশ নেয়া করা উচিত। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা যুদ্ধের ৪ মূলনীতির একটি ছিল গণতন্ত্র।’ ৭৫ সনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কর্ণেল ফারুক রশিদ তার স্বীকারোক্তিতে জিয়াউর রহমানের নির্দেশেই জাতির পিতাকে হত্যার কথা জানান। বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে না। তারা মিথ্যা ও তথ্য উপাত্তহীন বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন। এমপি আবু জাহির বলেন, আমরা একটা নির্বাচন শেষ করেই পরের নির্বাচনের জন্য মাঠে কাজ করেছি। কিন্তু বিএনপি ছিল জনবিচ্ছিন্ন। নির্বাচন আসার পর তারা মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে যায়।

11

পরে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করে অনেক জায়গায়ই তাদের প্রার্থীকে মাঠে পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে তরুণ প্রজন্মকে জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রকে সমৃদ্ধ করতে সকলের আন্তরিকতা প্রয়োজন। যে আন্তরিকতা বিএনপি’র মধ্যে নেই। তারা কিন হার্ট অপারেশনের নামে আমাদের অনেক মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীকে অমানুষিক নির্যাতন করেছিল। কিন্তু আমরা তা করিনি। এখন তারা জ্বালাও-পুড়াও করে মানুষ হত্যা করছে। আবার মামলা হলে বলছে গায়েবী মামলা। তাদের এসব বক্তব্য অযৌক্তিক প্রমাণিত হয়েছে। আলোচনায় অন্যান্যের মাঝে জাপার প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট মুজিবুল হক চুন্নু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা এডিবি’র সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অবজারবারের সিনিয়র করেসপন্ডেন্ট মহসিনুল করিম, আলোকিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সৌকত রেজা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি’র ছাত্র ও বিতার্কিক হাফিজুর রহমান সুজন এবং বিতার্কিক শান্ত পাপেল প্রমুখ অংশ নেন।


     এই বিভাগের আরো খবর