,

হবিগঞ্জের চার উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের চার উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ জেলার ৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি। উপজেলাগুলো হলো, লাখাই, শায়েস্তাগঞ্জ, আজমিরীগঞ্জ ও বাহুবল। হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শতভাগ বিদ্যুতায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলামসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেও হবিগঞ্জের সাথে যুক্ত হননি। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, চারটি উপজেলায় ২৩৬ কোটি টাকা ব্যয়ে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। মোট লাইন টানা হয়েছে ১ হাজার ৭৯২ কিলোমিটার। ওই ৪ উপজেলায় ৪টি উপকেন্দ্রও নির্মাণ করা হয়েছে। এই কর্মসূচিতে সংযোগ প্রদান করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৮৭১ জন গ্রাহককে। এর আগে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ সদর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছিলেন। জেলার আরো ৪টি উপজেলায়ও শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর মাঝে হবিগঞ্জ-১ আসন (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হয়েছে। হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের একটি উপজেলাও এখনও শতভাগ হয়নি। অন্য দুটি আসনের একটি করে উপজেলা অবশিষ্ট রয়েছে।


     এই বিভাগের আরো খবর