,

বাহুবল একুশে বই মেলার প্রস্তুতি সভায় ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপি মেলা আয়োজনের সিদ্ধান্ত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী একুশে বইমেলা আয়োজনের লক্ষ্যে প্রস্থতি চলছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত একুশে বই মেলার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রতœদীপ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত ই এলাহী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা জয়া সাহা, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মজিদ তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গফফার মিলাদ, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, এম.রশিদ আহমেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল আলম, শিক্ষক সমরেশ ভট্টাচার্য, তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আগামি ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপি বাহুবল একুশে বই মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, বিগত বছরগুলোতে একুশে বই মেলা ৫ দিনব্যাপি অনুষ্ঠিত হলেও এবার উপজেলা নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসন ব্যস্ত থাকায় ৩ দিনে কমিয়ে আনা হয়েছে।


     এই বিভাগের আরো খবর