,

স্বাস্থ্য সেবায় দেশ আজ উন্নত বিশ্বের রোল মডেল- এমপি মিলাদ গাজী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, সাধারন মানুষের সেবায় আজীবন কাজ করাই আমার প্রধান লক্ষ্য। বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় দেশকে আজ উন্নত বিশ্বের রোল মডেল হিসাবে দাঁড় করিয়েছেন। তাই আন্তরিকভাবে চিকিৎসকরা সেবা দিয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। অচিরেই নবীগঞ্জ উপাজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সীমানা প্রাচীর নির্মান, শুন্যপদে লোকবল নিয়োগ, নতুন বিছানাপত্র সহ অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেব। তিনি গতকাল শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ইপি আই টেকনোলজিষ্ট অজিত কুমার দাশের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইমরান আহমদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটি এম সালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, স্বেচ্ছাসেবকলীগ নেতা পিন্টু রায়, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, পৌর তাতীলীগের আহবায়ক সমর গোপ, আওয়ামীলীগ নেতা আলতাফ আলী প্রমূখ।


     এই বিভাগের আরো খবর