,

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: যাচাই-বাছাইকালে ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

বিভিন্ন কারণে চেয়ারম্যান প্রার্থী ৩, ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা

ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জনের মনোনয়ন বাতিল করা হয়

মতিউর রহমান মুন্না ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) মোট ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ প্রার্থীর মধ্যে ৩ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন মনোনয়নপত্র বাতিল করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। সূত্রে জানা যায়, হলফনামা অসম্পূর্ণ, স্বাক্ষর নেই, মামলা, তথ্য গোপন, প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয় পত্র না থাকার কারণে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা সরোয়ার, বাউশা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই। ভাইস চেয়ারম্যান প্রার্থী যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন-  নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এস. আর. চৌধুরী সেলিম, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ, পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমেদ। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সাজেদা মজিদ।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে হবিগঞ্জ সদর, লাখাই, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা রির্টানিং অফিসার ফজলুল জাহিদ পাভেল দিনভর প্রার্থীদের মনোনয়নপত্র বাচাই করেন এবং পরে বাতিল হওয়া প্রার্থীদের নাম ও কারণ ঘোষনা করেন। যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা আগামী ৩ দিনের মধ্যে জেলা রির্টানিং অফিসারের নিকট আপিলের সুযোগ রয়েছে। প্রার্থীতা প্রত্যাহার করা হবে ১৯ ফেব্রুয়ারি। নবীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।


     এই বিভাগের আরো খবর