,

জগন্নাথপুরে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রামের লকুছ মিয়ার ছেলে মারুফ মিয়া (২৩) গলায় ছাদর দিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।  স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার সময় মারুফ মিয়া বাড়ি থেকে বাহির হয়ে আর ঘরে ফিরেনি। গতকাল শুক্রবার সকালে স্থানীয় হালুয়া বিলের পাড়ে খড়ছ গাছের সাথে পথচারীরা ঝুলন্ত অবস্থায় মারুফ মিয়ার লাশ দেখতে পান। জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে থানার এস আই আফসার উদ্দিন নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশটি ময়না তদন্তের জন্য শনিবার সুনামগঞ্জে মর্গে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী। পরিবার সূত্রে জানা যায়, নিহত মারুফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিল। মানসিক সমস্যার কারনে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এদিকে উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর গ্রামের নুর হাসান (১৯) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর হাসান মীরপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে। জানা যায় নুর হাসান গত বুধবার রাতে পরিবারের লোকজনদের সাথে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে, পরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করতে থাকেন। নুর হাসান তার স্বয়ন কক্ষ থেকে সারা শব্দ না করলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে দেখতে পান নুর হাসান বিছানার চাদর দিয়ে কক্ষের চিলিং ফ্যানের সাথে ঝুলন্ত রয়েছে। বিষয়টি থানায় জানানো হলে এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে  পুলিশ দল ঘটনা পৌছে নিহত নুর হাসানের মৃত দেহ উদ্বার করেন। ঐ দিন ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর