,

খোয়াই নদীর চরে বালু উত্তোলনের সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে কামড়াপুর এলাকার খোয়াই নদীর চরে বালু উত্তোলন করার সময় মাটি চাপায় জনি মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ শ্রমিক। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। জনি সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর পুত্র। আহতরা হল, ওই গ্রামের রমজান আলীর পুত্র সুমন মিয়া (২০), রজব আলীর পুত্র কদ্দুছ মিয়া (২৫) ও এখলাছ মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল খোয়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অবৈধভাবে পাচার করছে। এতে করে খোয়াই নদীর হুমকির সম্মুখিন। যেকোন সময় দুই পাড় ধ্বসে মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ওই সব বালুখেকোদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে শ্রমিকরা কাজ করে আসছে। গতকাল ওই সময় বালু উত্তোলন করার বালু গর্ত হয়ে মাটির নীচে চাপা পড়ে। ঘটনাস্থলেই জনি মারা যায়। আহত হয় অন্য তিন জন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করে। অপর তিন জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাহিদ মিয়া বলেন, খোয়াই নদীর চরে মাটি তুলে থাকে শ্রমিকরা। এক পর্যায়ে গর্ত তৈরি হলে মাটি ধসে চাপা পড়েন চার শ্রমিক। এতে ঘটনাস্থলে জনির মৃত্যু হয়।


     এই বিভাগের আরো খবর