,

জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির আলহাজ্ব কেন্দ্রীয় নেতা জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ জামিনে কারামুক্ত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার পৌনে ২টার সময় হবিগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। একই সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১৩ নেতাকর্মী কারামুক্ত হন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারী বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হবিগঞ্জের বিপুল সংখ্যক মানুষ আলহাজ্ব জি কে গউছকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে বিশার বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা জি কে গউছকে তার বাসভবনে নিয়ে যান। জি কে গউছ বলেন আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। বিনা অপরাধে কারাগারে যেতে হচ্ছে। একাধিকবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ পাক যেন আওয়ামীলীগ সরকারের এই জুলুম নির্যাতন সহ্য করার মত শক্তি আমাকে দান করেন, এ জন্য আমি হবিগঞ্জবাসীর দোয়া চাই। আমি হবিগঞ্জবাসীর নিকট এর বিচার চাই। অপরদিকে আলহাজ্ব জি কে গউছের সাথে গতকাল রবিবার কারামুক্ত হয়েছেন আলহাজ্ব জি কে গউছের ছোট ভাই জি কে গাফফার, বিএনপি নেতা ইউপি মেম্বার ছামিউন বাছিত, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ছাত্রদল নেতা গোলাম মাহবুব, জেলা যুবদল নেতা এমদাদুল হক বাবুল, এনামুল হক এনাম, আফিল উদ্দিন মেম্বার, সুমন, বাবুল মিয়াসহ ১৩ নেতাকর্মী।


     এই বিভাগের আরো খবর